১. পানির পিএইচ নিয়ন্ত্রন করে।
২. এ্যমোনিয়া, মিখেন ও নাইট্রাইট গ্যাস দুরীভূত করে।।
৩. জলের দ্রবিভূত অক্সিজেন বাড়িয়ে মাছ ভাসা বন্ধ করে।
৪. অধিক ঘনত্বে মাছ চাষ করতে সহায়তা করে।
৫. পুকুরে উপকারী ব্যাকটিরিয়া বৃদ্ধি করে।
৬. মাছের শরীরে নতুন টিসুর বিকাশ ঘটায়।
৭. মাছ মরা বন্ধ ও মাছের মৃত্যু হ্রাস করে।
৮. ক্ষতি কারক ব্যাকটিরিয়া এবং ছত্রাকের হাত থেকে মাছকে রক্ষা করে।
৯. এফসিআর উন্নত করে।
১০. পুকুরের মাটিকে দুষন মুক্ত করে।
১১. মাছের পোকা ও উকুন দমন করে।
১২. মাছের শরীরের ফুলকা পচা রোগ ও ঘা প্রতিরোধ করে।
১৩. মাছের লিভারের সমস্যা সমাধান করে।
১৪. মাছের সুতা আকার পায়খানা রোধ করে।
১৫. জলাশয়ের পরিবেশ মাছ চাষের উপযোগী করে তোলে
প্রথম ডোজ: AQUA CLEAN
** ৫/৬ ফিট পানির জন্য প্রতি শতক জলাকারে ১০০ গ্রাম (Aqua Clean) পানিতে ভালো করে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে।
** পানি যদি ৫/৬ ফিট এর বেশি হয় তাহলে ১৫০ গ্রাম ব্যবহার করতে হবে।
১. মাছের চঞ্চলতা বৃদ্ধি করে।
২. মাছের খাবারের রুচি বৃদ্ধি করে।
৩. মাছের লিভার সুস্থ রাখে ও মাছের ওজন বৃদ্ধিতে সাহায্য করে।
৪. মাছের দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটায়।
৫. মাছের শরীরে নতুন টিস্যুর বিকাশ ঘটায়।
৬. মাছের রং এবং স্বাদ বৃদ্ধি করে
৭. মাছকে দ্রুত বড় ও ওজন বাড়াতে সহায়তা করে।
৮. প্রাকৃতিক খাবারের পরিমান ধীরে ধীরে বাড়তে থাকে।
৭. জলাশয়ে পানি প্লাংকটন তৈরী করে সবুজ করতে সহায়তা করে।
৮. পুকুরে তিন স্তরের খাবার তৈরী করে। (উপর স্তর, মধ্য স্তর, নিম্ন ভর)
৯. অধিক হারে প্রাকৃতিক খাদ্য তৈরীর ফলে অন্যান্য খাবার খরচ নেই বল্লেই চলে।
১০. এর বিশেষ উপাদান মাছের ভেতর থেকে দৈহিক হাড় গঠনে সাহায্য করে।
৯. সঙ্গত কারনে মাছ চাষে খরচ কমিয়ে খামারিকে লাভজনক করে তোলে
১০. মাছ স্বাভাবিক সময়ের থেকে ৬০-৭০% হারে বেশি বড় হয়।
১১. অন্যান্য মাছের ক্ষেত্রে ৭০% খাবার কম লাগে।
১২. মাছের হজম শক্তি বাড়ায় ও মাছের খাবার গ্রহন রুচি বৃদ্ধি করে।
দ্বিতীয় ডোজ: তিনদিন পরে GROWMAX
** ৫/৬ ফিট পানির জন্য প্রতি শতক জলাধারে ১০০ গ্রাম (Grow Max Power) পানিতে ভাল করে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে।
** পানি যদি ৫ ফিট এর বেশি হয় তাহলে ১৫০ গ্রাম ব্যবহার করতে হবে। ভালো ফলাফল এর জন্য ৩ মাস অন্তর অন্তর পুনরায় ব্যবহার করুন।
** তিন মাস কার্যকারীতা থাকবে। (বিঃদ্র: পুকুরের প্লাংকটন স্পস্থায়ীত্বকাল মাছের ঘনত্বের উপর নির্ভর করবে।)
** এই তিন মাসের মধ্যে আর কোনফিড দিতে হবে না (সাদা মাছের ক্ষেত্রে) (Grow Max Power) ব্যবহারের পরের দিন খাবার দিতে হবে।
** প্রতি শতাংশে সরিষার খৈল ২০০ গ্রাম
** প্রতি শতাংশে চিটা গুড় (লালী) – ১০০ গ্রাম
** প্রতি শতাংশে ময়দা/আটা/গমের মিহি ভূষি – ৫০ গ্রাম
** প্রতি শতাংশে গরুর গোবর/শুকনা বিষ্ঠা – ১০০ গ্রাম
** প্রতি শতাংশে ফিস মিল – ৫০ গ্রাম
** প্রতি শতাংশে ভুট্টা আটা/গুড়া – ৫০ গ্রাম
** প্রতি শতাংশে ডিআরবি/ রাইছ ব্রান ৫০ গ্রাম
** প্রতি শতাংশে ইস্ট – ৫ গ্রাম
সবগুলো উপাদান পরিমান হারে এক সাথে মিশিয়ে ১২-২৪ ঘন্টা ভিজিয়ে রেখে সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। ক্যাট ফিস, পাঙ্গাস, তেলাপিয়া মাছের ক্ষেত্রে মোট ওজনের ২% হারে রেডি ফিড প্রয়োগ করতে হবে।
বিঃদ্রঃ কাতল ফিশ, পাঙ্গাস, তেলাপিয়া মাছের ক্ষেত্রে মোট ওজনের ২% হারে রেডি ফিড প্রয়োগ করতে হবে।